Logo
×

Follow Us

প্রবাস খবর

কানাডায় নাগরিকত্ব পাওয়ার পথ এখন আরও সহজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২০:০৪

কানাডায় নাগরিকত্ব পাওয়ার পথ এখন আরও সহজ

কানাডা সম্প্রতি নাগরিকত্ব অর্জনের নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ২০২৫ সাল থেকে নতুন এই নিয়মগুলো কার্যকর হবে, যার ফলে স্থায়ী বাসিন্দাদের জন্য নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ এবং দ্রুত হবে।

বাসস্থানের সময়ের নতুন শর্ত

নতুন নিয়ম অনুযায়ী, কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে আগ্রহী ব্যক্তিকে সর্বনিম্ন ১,০৯৫ দিন (প্রায় তিন বছর) কানাডায় শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে। এর আগে এই সময়সীমা ছিল ৬ বছরে ১,৪৬০ দিন, যা ২০১৭ সালে সংশোধন করে ৫ বছরে ১,০৯৫ দিন করা হয়েছিল। বর্তমানে সেই নিয়মই বজায় রাখা হয়েছে, তবে এবার তা আরও কার্যকরভাবে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

ভাষা দক্ষতা ও নাগরিকত্ব পরীক্ষা

যেসব আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে, তাদের জন্য ইংরেজি বা ফরাসি ভাষায় মৌলিক দক্ষতা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন, যাতে আবেদনকারীদের কানাডার ইতিহাস, সংস্কৃতি, আইন এবং দায়িত্ব সম্পর্কে মৌলিক জ্ঞান যাচাই করা হয়।

তবে ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য এসব শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে শিশুরা অভিভাবকের সঙ্গে আবেদন করতে পারবে, এবং তাদের জন্য আলাদাভাবে ভাষা পরীক্ষা বা নাগরিকত্ব পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। এটি পরিবারের জন্য নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে।

আয়কর সংক্রান্ত বাধ্যবাধকতা

নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে বিগত তিন বছরে কানাডায় বসবাসের সময় যারা আয়কর দেওয়ার যোগ্য হয়েছেন, তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এই শর্ত কানাডায় বসবাসরত ব্যক্তির আর্থিক ও সামাজিক সংযুক্তির একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

বসবাসের প্রতিশ্রুতির শর্ত বাতিল

আগে নাগরিকত্বের আবেদনকারীদেরকে একটি আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দিতে হতো যে, নাগরিকত্ব পাওয়ার পরও তারা কানাডায় স্থায়ীভাবে বসবাস করবেন। নতুন নিয়ম অনুযায়ী এই শর্তটি বাতিল করা হয়েছে। ফলে আবেদনকারীদের আর আলাদা করে বসবাসের ইচ্ছা প্রকাশ করার প্রয়োজন নেই। এতে আবেদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে।

কানাডার লক্ষ্য: স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব প্রক্রিয়া

এই পরিবর্তনগুলোর মূল উদ্দেশ্য হলো নাগরিকত্ব প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সময়োপযোগী এবং ব্যবহারবান্ধব করে তোলা। পাশাপাশি, নতুন অভিবাসীদের দ্রুত কানাডার সমাজে অন্তর্ভুক্ত করে দেশের অর্থনীতি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করা।

নতুন নীতিমালা কানাডাকে বৈশ্বিক অভিবাসীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে, এটি অভিবাসন ব্যবস্থায় আরও বেশি মানবিকতা ও কার্যকারিতা আনবে।

Logo